নিজের ভাবনাগুলো, নিজের ভালোলাগা গুলোকে ডিজিটাল পেইজে লিখা রাখা, নিজের ভালো লাগা প্রকৃতিকে নিজের মত করে ডিজিটাল ফ্রেমে বন্দী করে সবার সাথে শেয়ার করার জন্যই এই ব্লগ। সময়ের সাথে সাথে মানুষের জীবনের অনেক কিছুরই পরিবর্তন হয়, তেমনি নিয়মিত ডায়রী লিখে রাখার বদলে ডিজিটাল পেইজে লিখা রাখা। নিজের অনুভূতি বা ভাবনা গুলো শুধু লিখে রাখার জন্যই। কাউকে আঘাত দেয়া কিংবা কারো মাঝে ঘৃণা ছড়ানো আমার লিখার উদ্দেশ্য নয়।
May Allah give you the strength to spread the truth………Jazakallah
Jazakallahu khairan