হীরক রাণীর দেশে
চলতে হবে হেসে
করা যাবে না সমালোচনা
নয়ত মরতে হবে শেষে।
হীরক রাণীর দেশে
সব কিছু উলট-পালট
নির্বোধরা নেতার বেশে
ভালো মানুষেরা জেলে।
হীরক রাণীর দেশে
গরীবেরা পায়না খেতে
মন্ত্রীরা সাগাইয়ের বেশে
একটু ছুতোয় ঘুরতে যায় বিদেশে।
হীরক রাণীর দেশ
বাহ বা বাহ বা বেশ
তোষামোদেই শুরু কথা
তোষামোদেই করতে হবে শেষ।