অনেক জানতে ইচ্ছে করে
বাংলাদেশ তুমি কি সেই আগের মতই আছো।।
নাকি অনেক খানি বদলে গেছো
খুব জানতে ইচ্ছে করে ।
খুব জানতে ইচ্ছে করে
এখনো কি তোমার সন্তানেরা সম্ভ্রমহানীকে ঘৃণা করে
এখনো কি ধর্ষণের বিচার চেয়ে
রাজপথে প্রতিবাদের ঝড় উঠে
তুমি কি আগের মতই আছো
নাকি অনেক খানি বদলে গেছো
খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে।
এখনো কি মানুষ নিরাপদে ফিরে ঘরে
এখনো মানুষ সোনার বাংলার স্বপ্নবুনে
এখনো কি চেতনা গুলো আগের মত আছে
বাংলাদেশ তুমি কি আগের মতই আছো
নাকি অনেক অনেক খানি বদলে গেছো
খুব জানতে ইচ্ছে করে
খুব জানতে ইচ্ছে করে