“সংক্ষিপ্ত এই জীবনে কোথাও স্থায়ী থাকার সুযোগ নেই, কারন আমাদের মৃত্যু অবধারিত। সুতরাং কোথায় আছি এটির চেয়ে কেমন আছি তা খুব বেশি বিবেচ্য। এই বিবেচনা যদি আমরা উল্টো করে করি তাহলেই আমরা আমাদের শান্ত মনকে না পাওয়ার বেদনায় ভিজিয়ে দেই কৃত্রিম (মনুষ্য সৃষ্ট) অশ্রুতে।”