সবাইকে একদিন মরতে হবে। মারা যাবে সবাই। আমরা সবাই নিজেকে মানুষের জন্য কিছু না কিছু করতে চাই। আপাতদৃষ্টিতে আমরা মনেকরি আমরা সব মানুষকে সমানভাবে চিন্তা করি। কিন্তু আসলেই কি তাই। ফেইসবুকে প্রায় দেখা যায় জীবন বাচানোর জন্য সাহায্যর আবেদন। একজন ক্যান্সার রোগীর জন্য ৬০ লক্ষ বা ১ কোটি টাকার দরকার জীবন বাচানোর জন্য। যাদের সম্বল আছে তারাই ফেইসবুকে আবেদন করতে পারে। এই ১ কোটি দিয়ে হয়ত তার জীবন বাচবে কিনা আল্লাহই জানেন। অথচ একটু খেয়াল করলে দেখবেন এই টাকা দিয়ে বাংলাদেশের অনেক গরীব মেধাবীদের জন্য অনেক কিছু করা সম্ভব। তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করতে সাহায্য করা সম্ভব। একজন ক্যান্সার রোগীর জীবনের দাম যেমন ঠিক সাধারন গরীব পরিবারের একজন সদস্যর জীবনের দামও হয়ত সমান। আমরা যারা একজন ক্যান্সার রোগীর জন্য আকুল আবেদন করি, আমরা কি পারিনা এমন উদ্যেগ নিয়ে সাধারন গরীব মেধাবীদের পাশে দাড়াতে। এরকম ১ কোটি টাকা দিয়ে কয়েকটি পরিবারকে হয়ত প্রতিষ্ঠিত করা সম্ভব। ১ কোটি দিয়ে আমি কোন ক্যান্সার রোগী কেন নিজের জীবনের জন্য ব্যয় করতে আগ্রহী হবোনা। বরং সেই টাকা মানুষের কল্যানে দিয়ে দিয়ে আমি মৃত্যুকে আহ্বান জানানোকে শ্রেয় মনে করব।