ভাষার জন্য কাঁদি মোরা, ভাষার জন্য কাঁদি
কথার মাঝে ইংরেজী বলে বিদ্যা জাহির করি।
বাংলার সাথে মিশালে ইংলিশ টেষ্ট ভালো লাগে
কথার মাঝে দু-একটা ইংলিশে স্মার্ট সবাই বলে।
বাইরে মোদের ভাষাপ্রীতি অন্তরে পরকিয়া
ভাষার উন্নতি হবে কেমনে এমন প্রেমিক দিয়া।
ভাষার জন্য কাঁদি মোরা, ভাষার জন্য কাঁদি
কথার মাঝে ইংরেজী বলে বিদ্যা জাহির করি।
বাংলার সাথে মিশালে ইংলিশ টেষ্ট ভালো লাগে
কথার মাঝে দু-একটা ইংলিশে স্মার্ট সবাই বলে।
বাইরে মোদের ভাষাপ্রীতি অন্তরে পরকিয়া
ভাষার উন্নতি হবে কেমনে এমন প্রেমিক দিয়া।