রাজায় রাজায় চলছে লড়াই
প্রজারা করে বড়াই
প্রজাতে পূর্ণ হয়
রাজার কড়াই।
জীবন থাকিতে কভু
করো নাকো বড়াই
রাজার লড়াইয়ে
বৃথা হবে শুধু মরাই।
মরতে চাইলে মরো
স্রষ্টার তরে
তোমার মৃত্যুতে যেন
জান্নাত মেলে…………………………….
…………………………….
নতুনেরা শপথ নিবে সূর্য রাংগা ভোরে।