এমন দেশটি কোথায় আছে
বলবে নাকি তুমি?
রাস্তায় নামলে
পুরুষের চেয়ে বেশি নারী
মানুষের চেয়ে বাড়ী,
রাস্তায় নামে সাইকেল নিয়ে
ঘরে রেখে গাড়ী।
এমন দেশ গেলে নাকি জমবে
টাকা কাড়িকাড়ি
সেই টাকায় হবে নাকি
ঢাকায় একখান বাড়ি।
এমন দেশেতে গেলে পরে
কেমন করে ছাড়ি
নাড়ী পোতা দেশ ছেড়ে
কেমন করে থাকি?? 😉 🙂