যদি করো তড়িঘড়ি
হঠাত ই যাবে যে পড়ি।
যদি চলো ধীরে ধীরে
পড়ে যাবে মানুষের ভীরে
সময় চলে যাবে।
দিন শেষে হয়তো বা
সিড়ি হবে পাড়
ততোদিনে শরীরে
পড়ে যাবে বয়সের ভাড়।
সময়ের সিঁড়ি সময়ে করো তাই পার
দিনশেষে জীবনটাকে মনে হবে
আল্লাহর সুন্দর এক উপহার
সময়ের সিঁড়ি সময়ে করো তাই পার
দিনশেষে জীবনটাকে মনে হবে
আল্লাহর সুন্দর এক উপহার
দেশের সমসাময়িক অবস্থার উপর ভিত্তি করে লিখা নতুন কবিতা। আওয়ামী সন্ত্রাস আর নির্যাতনের বাংলাদেশের মানুষের জীবন আজ ওষ্ঠাগত। সেই সব অবস্থার কথা কবিতার ভাষায় তুলে ধরছেন আপনার আমার মতই একজন।
স্বাধীনতা তুমি–
রাজপথে আকা বিশ্বজিতের রক্তমাখা ছবি
১৬ কোটি মানুষের জেলখানা,আর বাড়ন্ত এক বধ্যভূমি
স্বাধীনতা তুমি–
অপরাজনৈতিকদের পদদলিত পতাকার নিস্তেজ ছবি
কাদের মোল্লার রক্ত মাখা লাশ, কসাই কাদেরের অট্টহাসি।
স্বাধীনতা তুমি
হেফাজতের গায়ে মিশে যাওয়া বুলটের গুলি
ডোবা-নালায় ভেসে উঠা লাশের ছবি
স্বাধীনতা তুমি–
প্রতিবাদে ঝরা গুলি, রিমান্ডের নামে নির্যাতন
সীমান্তের কাটাতারে ফেলানীর ঝুলন্ত ছবি।