বিজয় তুমি এসেছিলে
দিয়েছিলে ধরা
বিজয়ের ৪৩ বছরেও শহীদদের রক্ত
তেল হয়ে পানি করে ঘোলা।
লক্ষ তরুন দিয়েছিলো জীবন
দেশকে ভালোবেসে
তাদের জীবনের দামে কেনা সুন্দরবনের সৌন্দর্য্য
আজ পচা মাছ হয়ে উঠে ভেসে।
ছিলো দেশপ্রেমের ফাকা বুলি আর
পাক হায়েনাদের আগুনের গুলি
দেশপ্রেমের কথা বলে ভারতে লুকিয়েছিলো যারা
তাদের কথা মোরা কেমনে ভূলি??
তাদের হাতে বন্দী বিজয়, বন্দী স্বাধীনতা
কবে পাবো প্রভূ মোরা উমরের মত নেতা??
শুধু ১৬ কোটি মানুষ না, দেশের পশুপাখি গাছ-পালা, প্রকৃতির সৌন্দর্য্য ও আজ বন্দী হয়ে পড়েছে।
জাগো তরুন বাচাও দেশ,
লুটে পুটে খেয়ে দেশটাকে করে দিবে শেষ।