যাহারা ভাবিছেন বিদেশে বসিয়া না হয় খাচ্ছে খাক
দেশি চানাচুর আর মুড়ি
কিন্তু তাই বলে কি করে সম্ভব ডালপুড়ি??
তাহাদের বলি ভাই আমরা বাংগালী জাত
মাঝে মাঝে ই চলে কাচামরিচ আর পান্তাভাত।
বাংগালীরা ভোজন রসিক তাই
২০০-৩০০ পাড়ি দিয়ে কিনে বাংগালী খাবার
রান্না হলে পরে মুহুর্তেই হয়ে যায় শাবার
দেশে বসিয়া যাহারা ভাবিছেন আমাদের আছে
রাস্তার ধারে টি-স্টল আর মিষ্টি হাড়ি হাড়ি
আমাদের এখানে বাংগালী প্রোগ্রামে পাওয়া যায়
পিয়াজু-সন্দেশ আর মিষ্টি বাড়ি বাড়ি
শীতের পিঠা খেয়ে যাহারা হাসছেন তৃপ্তির হাসি
তাহাদের বলি
আমরাও খাই চিনিগুড়া চালের পোলাও আর খাসি।
দেশে-বিদেশে বসিয়া যাহারা খুজছেন সূখের অনুভূতি
নিজের ভেতরে তাহা তালাশ করুন
পেয়ে যাবেন সূখের দ্যুতি।