বীরেরা কভু নাহি করে ভয়
করে না সে মিথ্যার প্ররোচনায় ভয়
জীবন সেতো নিত্য নতুন ছন্দ
প্রেম প্রীতি, বিরহ-ভালোবাসার দ্বন্দ্ব
কেহ বুঝিতে করে ভূল
কেহ ভূল বুঝে করে ভূল
কেহ ভূল করে বুঝে ভূল
তাই অযথায় টানা পরে চুল।
কেহ আছে নাহি মানে কৌতুক আর ছন্দ
জীবনে নাই তাদের আনন্দের গন্ধ
তাদের জীবনটা সাদা-কালো আর ভালো-মন্দ
তারা নাহি পায় জীবনের সূখ
অযথাই তারা পায় দুঃখ।
কেহ কভু তারে করে না পিছু তাড়া
তারা সর্বদাই আপন ঘর ছাড়া——