আকাশ জুড়িয়া নামিছে বর্ষার ধারা
তারিমাঝে রংধনু আঁকা।
দুর হতে আকাশ যেন ডাকিছে হাকি
চলে এসে আমার জলে হয়ে যাও মাখামাখি।
আনমনে চেয়ে থাকি আকাশে
সারা গায়ে দোলা দিয়ে গেলো বুঝি
বঙ্গমাতার বাতাসে।
হঠাৎ সম্বিত ফিরে পেয়ে…
নিজেকে খুজে পাই অনেক দুরে।
হয়ত ফিরবো বাংলায় কোন এক ভোরে…..