লজ্জার বাতিঘরে জন্ম আমার
লাজুকতার চরম পরাকাষ্ঠা বেয়ে….
নিজেকে লুকিয়ে রেখেছি কখনও বা ঘরের কোনে
কখনও বা থেকেছি চুপটি করে
কখনও বা নিরবতা হয়েছে অব্যক্ত কাব্য
রাস্তার ধারের বেড়ে উঠা গুল্ম লতা
হয়েছে আমার চলার পথের সংগী
কিংবা জানালার পাশের আকাশ
হয়েছে আমার একলা ঘরের গল্প বলার সংগী
বন্ধু হয়েও পাইনি কোন বন্ধু
চাপা কান্নার জলে হৃদয় আজ
বিশাল এক সিন্ধু
যার হৃদয়ের মধ্যে অকৃত্রিম প্রেম
সে কখনও কারো বন্ধু হতে পারে না
যেখানে স্বার্থ আর আমিত্বের বসবাস
সেখানে অকৃত্রিম বন্ধুত্বের স্থান হয়
কবিতার লাইনে, নয়ত প্রকৃতির কোন উপমায়