
প্রকৃতির সব কিছুই চলে আমন মহিমায়… আমাদের আসা যাওয়ায় তার কোন ই বিচ্যুতি ঘটে না। রাতের আধারে প্রকৃতি কেমন জানি মোহচ্ছন্ন হয়ে ওঠে মৃদ্যু অন্ধকার, মৃদ্যু আলোয় প্রকৃতির বিচিত্র রূপ ধরা পড়ে। ঠিক এমনি বিচিত্র এক একজন মানুষ, মানুষের মন। মানুষের প্রতিযোগিতা আর নিজেদের আমিত্বের প্রচারনায় প্রকৃতি ঠোটে জেগে থাকে এক চিলতে হাসি। মানুষ হিসেবে আমরা কি বা পারি আর কতটুকুই বা পারি , তারপরও আমরা জীবনের কিছু সত্যকে ভূলে সর্বদা ব্যস্ত থাকি অস্থায়ী কিছু তৃপ্তির খোজে….. রাত ২.১০, উপশালা, সুইডেন। 2.10 AM, Uppsala, Sweden, Just before sunrise. 09 June 2014