সকাল বেলা উঠি যখন
সূর্য্যি মামা হাসে তখন
দিনের শেষে বিকেল এলে
সূর্য্যি মামা পরে হেলে।
বাড়ীর ছাদে রবির আলো
আকাশে মেঘ জমেছে কালো।
মেঘের মেলা ছুটছে চলে
বৃষ্টিধারা নামলো বলে—
সকাল বেলা উঠি যখন
সূর্য্যি মামা হাসে তখন
দিনের শেষে বিকেল এলে
সূর্য্যি মামা পরে হেলে।
বাড়ীর ছাদে রবির আলো
আকাশে মেঘ জমেছে কালো।
মেঘের মেলা ছুটছে চলে
বৃষ্টিধারা নামলো বলে—