ভালোবাসা একটি সার্বজনীন ও শ্বাশত বিষয়। এটিকে বিশেষ ক্ষেত্রে আবদ্ধ করে রাখা মানে ই হলো ভালোবাসার নামে সংকীর্নমনার চর্চা। ছোট বেলায় বলতাম এটি আমার জিনিস কারন ছোটো বেলায় ছোট ছোট জিনিসগুলো ই নিজের কাছে অনেক বড় মনেহত। এমনি একটু একটু বড় হওয়া আর ভালোবাসার সীমাটা বাড়তে থাকতে। কিন্তু আমরা অনেকেই নিজেদের ভালোবাসাকে ক্ষুদ্র গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখি। স্বদেশ প্রেম ই নাকি বিশ্বপ্রেমের নামান্তর। স্বদেশকে প্রেম করে যদি বিশ্বকে প্রেম করা না যায় তাহলে সেটি হয়ে পড়ে সংকীর্নমনা। ছোট বেলায় ভাবতাম আমার স্কুলেই সেরা স্কুল স্কুলের ছাত্রদের মধ্যে নিজ নিজ একটি ভাব সেটি বড় হয়েও চোখে পড়ে। ফেইসবুক খুল্লেই দেখা যায় ভালোবাসার জিনিসগুলো আমিত্বের কাছে এক ধরনের বন্দী জীবন যাপন করছে। যে মানুষ নিজেকে সব সময় বড় মনে করে সে অন্যকে কিভাবে সন্মান করা শিখবে, যারা ছোট ছোট গন্ডীর মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ করে রাখে তাদের দ্বারা সংকীর্ণতার প্রসার ই বেশী হয়। নিজেদের কৃষ্টি কালচারকে সেরাকে মনে করাও এক ধরনের সংকীর্ণ মনা। যাহোক, সেদিন এক শায়খের বক্তব্য শুনছিলাম উনি আয়েশা (রাঃ) বয়স সম্পর্কে বিভিন্ন সমাজের মানুষের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বললেন যে, প্রথম যেটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি হলো এই ধরনের প্রশ্ন করা হয় মূলত “এথনোসেন্ট্রিজম” এর কারনে। নিজের কালচারকে বেশি সভ্য মনে করা সমাজের আর সবাইকে বিচার করার একটি স্ট্যান্ডার্ড মনে করে অন্যকে বিচার করার প্রবনতা। কারন যারা নিজেদেরকে বেশি ভালো মনেকরে তারাই অন্যের জিনিসগুলোকে নিজের দিয়ে বিচার করে।
সন্ধ্যার একটু আগে এক ভাইয়ের সাথে কথা হলো উনি আর এক ভাইকে এক বছর আগে জিগ্গেস করেছিলেন ভাই বিয়ে কবে করবেন? উনি নাকি বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে গেলে উনি দেশে গিয়ে বিয়ে করবেন। জানিনা এটি কোন মেয়ে পক্ষের সৌভাগ্য নাকি উনার দূর্ভাগ্য যে আবার আওয়ামী সরকার ক্ষমতায়। বেচারার বিয়ে পিছিয়ে গেলো আর কয়েকবছর।
নিজের দলকে ভালোবাসতে গিয়ে অন্যকে রাজাকার বলে ট্রিট করা এক ধরনের ফ্যাশন হয়ে দাড়িয়েছে। যেমন বর্তমান সময়ের অ্যাথেইজম একটি ফ্যাশন হয়ে দাড়িয়েছে আর এমন ফ্যাশনের কোন অন্তর্নিহিত ভ্যালু থাকেনা। ভালোবাসার সংকীর্ণতার কারনে ভালোবেসেও অনেকেই হচ্ছে প্রত্যাখ্যাত,
“জণ্ম থেকে ভালোবেসেও পাইনি তার স্বীকৃতি
বার বার হয়েছি প্রত্যাখ্যাত….
ভালোবাসার জন্য চারদিকে যখন হাহাকার
জন্ম থেকে ভালোবেসেও আজ আমি হলাম রাজাকার”
বিঃদ্রঃ পোষ্টটিকে রাজনৈতিক রং দেয়ার চেষ্টা করবেন না প্লীজ!