ঝরছে তুষার, চারিদিক হয়ে গেছে সাদা
এরই মাঝে শপথ নিলো ভারতের দালাল রা।
রক্ত দিয়ে শুরু তাদের শপথ উদযাপন
দাদাবাবু তাই ফোন দিয়ে জানায় অভিনন্দন।
শিক্ষাকে তুড়ি মেরে অস্ত্র নিলো যারা তুলে
তাদেরই কোলে নিলো স্বাধীনতার চেতনা ভুলে।
তাদেরই আঘাতে মরে বিশ্বজিত, মরে সংখ্যালঘু
আবার নিজেদের আঘাতে নিজেরাই মরে কভু।
তারপরও তারাই মুক্তিযোদ্ধা, তারাই চেতনাধারী
সুযোগ পেলে তারাই মারছে চাপাতির বারি।
তারাই করছে চাপাবাজি, তারাই মারছে ক্ষমতার ঝারি
আবার তারাই করছে চুরি টাকা কাড়ি কাড়ি।
আমরা সাধারন জনতা হয়ে গেছি দর্শক
আমাদেরই ভোটে নেতা হচ্ছে যারা ছিলো ধর্ষক।
নিজেদের মারছি মোরা নিজেদের ভোটে
তারপরও আশা যদি মুক্তি জোটে তাতে।