ভাই একজন নাম তার রেজা
সবাই করছে বিয়ে তাই চোখ তার ভেজা
অনেক কষ্টে ফুল সে করেছে দান
বিয়ে করতে না পেরে যায় তার প্রাণ।
আর এক ভাই নাজমুল, হাতে নিয়ে ফুল
সিরিয়ালে দাড়িয়ে বলে নড়বেনা সে একচুল।
ভালো ছেলে ভাই নাসিমুল
সবাকে বলে ভাই সিরিয়াল না দিয়ে করিয়াছি ভূল
বিয়ে করতে চেয়ে না পেরে তাই হয়ে গেছেন fool।
বড় ভাই নাম তার জুয়েল
বিয়ের অপেক্ষায় ফুরিয়ে যাচ্ছে তার কয়েল।
লাজুক ছেলে নাম তানভীর
সুইডেন এ সে করবে বিয়ে করেছে মনস্থির।
স্মার্ট ছেলে নাম তার সাইফুর
বিয়ের ব্যাপারে চিন্তা তার বহুদূর।
করবেনা সে বিয়ে কালো মেয়ে
টেনশন, বংশ যদি যায় কালোয় ছেয়ে।
অতীবভদ্র ভাই রেজাউল করিম, বহু আশা নিয়ে গিয়েছিলেন দেশে
কিছু না পেয়ে সুইডেন এ ফিরলেন খালি হাতে শেষে।
আমাদের স্যার কামাল ভাই, ইউনিভার্সিটি প্রফেসর
বিয়ে করবেন যদি মেয়ে হয় ডাক্তার অথবা ইন্জিনিয়ার।
ভাই ইন্জিনিয়ার নাম তার সোহাগ
ডাক্তারকে করবে বিয়ে এখনো দেখে সে খোয়াব।