প্রহর শেষের শিশির ভেজা ঘাসের কনকনে শীতের মাস
তোমার চোখে দেখেছিলাম বাংলাদেশের সর্বনাশ ।
এ সংসারের নিত্যখেলায়
প্রতিদিনের লাশের মেলায়
পথে ঘাটে হাজারলোকের হাস্য-পরিহাস –
মাঝখানে তার তোমার চোখে বাংলাদেশের সর্বনাশ ।
নির্বাচনের দোলা লাগে, তাজা প্রান প’ড়ে ঝ’রে –
৭৪ এর চেনা গন্ধ হাওয়ায় ওঠে ভ’রে ।
সারা বাংলার কোনায় কোনায়,
প্রতিটি পাড়ায় পাড়ায়,
ক্ষণে ক্ষণে দুঃসহ দিনগুলি ফেলেছে দীর্ঘশ্বাস –
মাঝখানে তার তোমার চোখে বাংলাদেশের সর্বনাশ ।
তোমার মনে শুধু রক্ত পানের বিকৃত অভিলাষ
চারিদিকে স্বজ্বন হারানোর চাপা কান্নার আওয়াজ,
মাঝখানে শুধু চেয়ে আছি
কবে হবে এই দীর্ঘশ্বাস আর হতাশার বিনাশ,
তোমার চোখে দেখেছিলাম প্রিয় বাংলাদেশের সর্বনাশ।