স্বাধীনতার ৪১ বছর ধরে যখন প্রপাগান্ডা করে আসছিলো তখন হয়তো মিডিয়ার শক্তি আমাদের বুঝা সম্ভব হয়নি। এখন অবস্থা এমন যে, আওয়ামীলীগ রাজপথে মানুষ মারলেও দেশের মানুষ সেটাকে অপরাধ মনে করেনা। আর জামায়াত-শিবিরের কেউ মাইর খেয়ে কাদলেও কাদার জন্য আবার জেলে যেতে হয়। ভিশনারী না হলে হয়ত এভাবে মাইর খেতে হয়। আর মরলেও রক্ষা নাই, আওয়ামীলীগ শিবির মেরে নিজেদের দলের লোক বানায়ে শিবিরের নামে কেইস দেয়।